অনলাইন ইনকাম সাইট বাংলাদেশ
আজকের এ-ই পর্বে আমি আপনাদের কিছু অনলাইন ইনকাম সাইট বাংলাদেশ সম্পর্কে বলব যে ওয়েবসাইট থেকে আপনি দিনে অথবা এক সপ্তাহেও ১০০ টাকা ইনকাম করতে পারবেন। এবং এ-ই ওয়েবসাইট গুলো থেকে আপনি ইনকাম করে বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে টাকা উত্তলন করতে পারবেন।
বর্তমান অনলাইনে ইনকাম করতে গেলে অনেক ধৈর্যের ব্যপার। আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান তাহলে আপনার প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে। আমি আপনাকে কয়েকটা বিশ্বাস যোগ্য ওয়েবসাইট এর লিংক দেব যা থেকে আপনি যদি ওয়েবসাইট এর উপর একটু সময় দেন তাহলে আপনি ইনকাম কিরতে পারবেন। যেহেতু আমি আজকে আপনাদের কাছে ফ্রি ওয়েবসাইট এর সম্পর্কে বলছি তাই একটু পরিশ্রম করলে আপনি মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন
বর্তমান অনেক ওয়েবসাইট আছে যারা ইনকাম এর নাম করে মানুষের সময় নষ্ট করে এতে অনেক পরিশ্রম করার পর যখন নিজের ইনকাম এর টাকা দেয়না আসলেই অনেক রাগ এবং আফসোস হয় তাহলে চলুন ওয়েবসাইট সম্পর্কে বলি।
আপনার যদি লিখালিখির দক্ষতা থেকে থাকে তাহল আপনি ইনকাম করতে পারবেন অনেক টাকা। বর্তমান ব্লগ লিখে অনেক টাকা ইনকাম করতে পারবেন কিছু কিছু ফেসবুক গ্রুপ রয়েছে ব্লগার এর জন্য। তবে অচেনা মানুষকে বিশ্বাস করাটাও মুশকিল। ইনকাম করা যায় এরকম দুইটা ওয়েবসাইট আছে।
আপনার যদি লিখালিখির দক্ষতা থাকে তাহলে আপনি Trickbd.com এ-ই অয়েব সাইটে কাজ করতে পারেন। আপনি যদি একদিন ৪-৫টা ব্লগ লিখতে পারেন তাহলে আপনি ১০০-১৫০ বা তার বেশিও পেতে পারবন সব নির্ভর করে আপনার ব্লগ কেমন ভালো হয়েছে তার উপর। এখানে আপনি ১০০টাকা হলেই টাকা বিকাশ, রকেট, অথবা নগদের মাধ্যমে তুলতে পারবেন। Trickbd. তে অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনার একটা জিমেইল প্রয়োজন হবে Sign up গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে Register এ ক্লিক করুন তারপর আপনার জিমেইল এ একটা লিংক যাবে ও-ই লিংকে ক্লিক দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে New Post গিয়ে পোস্ট করুন কিভাবে পোস্ট করবে Trickbd তে বিস্তারিত পড়ুন।
২, যদি আপনার লেখলিখির দক্ষতা না থেকে থাকে তাহলে আপনি Workedbd.com এ-ই ওয়েবসাইট থেকে ইনাকাম করতে পারবেন। এখানে কাজ হলো বিভিন্ন লোকজন ফেসবুক পোস্ট শেয়ার, ফেসবুক পেজ এ ইনভাইট, ইউটিউব সাবস্ক্রাইব, লাইক, এবং কমেন্ট, বিভিন্ন ধরনের ওয়েবসাইট এ রেজিস্টার ইত্যাদি সম্পর্কে কাজ দেয় । এ-ই অয়েব সাইট এ ফ্রীলান্সিং করেও কাজ করা যায়। আপনার যদি দক্ষতা থাকে তাহলে আপনি কাজ করতে পারেন। তাছাড়া ছোট ছোট মাইক্রজবও করা যায়। আপনি যদি কোন কাজ করতে চান তাহলে প্রথমে sign up করুন। করে প্রয়োজনীয় তথ্য দিয়ে Sign up করুনঃ
তারপর Microjob এ গিয়ে বিভিন্ন ধরনের কাজের জন্য লোকজন পোস্ট দিয়ে রাখছে। যে কাজটা কিরতে চান তার উপর ক্লিক কিরুন। তারপর ইউজার যে কাজ করতে বলছে সেই অনুযায়ী সঠিক ভাবে কাজ সম্পূর্ণ কিরে। প্রযোজনীয় কাজের প্রুভ বা স্ক্রিনশট দিয়ে Submit করুন।
প্রয়োজনে আমাদের ইউটিউব ভিডিও দেখুন। YouTube Video
তাহলে কাজ করতে থাকুন। দুইটা ওয়েবসাইট এ কাজ করতে ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। পোস্টে কোন কিছু বুঝতে না পারলে কমেন্টে জানাতে পারেন। (ধন্যবাদ)