best coding bangla youtube channels for beginners
আপনি যদি কোডিং শিখতে চান তাহলে বাংলাদেশের কয়েকজন ভালো টিচার্স আছে । তারা ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের ফলো করলে আপনি ভালো মানের একজন ওয়েব ডেভিলপার হতে পারবেন। কোনরকম কোর্স ছাড়াই। তাদের ফলো করলে আশা করি কোন কোর্স করা লাগবেনা। চলুন তাদের সম্পর্কে আলচনা করি।
Anisul Islam
আনিসুল ইসলাম টিচার হিসেবে অনেক ভালো। উনার ইউটিউব চ্যানেল যদি ফলো করেন তাহলে খুবি ভালো একজন ওয়েব ডেভিলপার হতে পারবেন। আমি যখন প্রোগ্রামিং শিখতে চেয়েছিলাম তখন সর্ব প্রথম আনিসুল ইসলাম স্যার কে ফলো করেছিলাম। আনিসুল ইসলাম ইউটিউব চ্যানেলে আপনি যা যা টিউটোরিয়াল পাচ্ছেন তার কয়েকটা Language এ-র নাম নিচে উল্লেখ কিরা হলোঃ
- Html tutorial
- CSS tutorial
- javascript Tutorial
- Node js
- jquery
- C++ tutorial
- C tutorial
- Java Tutorial
- Android tutorial ইত্যাদি আরো অনেক আছে আপনি গেলেই দেখতে পাবেন।
- YouTube Channel Link: https://youtube.com/@anisul-islam
Learn With Sumit
লার্ন উইথ সুমিথ এ-ই ইউটুব চ্যানেল ফলো করতে পারেন। উনি অনেক ভালো শেখায়। উনার একটা বিষয় আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো উনি যে ল্যাংগুয়েজ শেখান সেই ল্যাংগুয়েজ নিয়ে যে অয়েব সাইটে সবচেয়ে ভালো টিউটোরিয়াল সেই ওয়েবসাইট ফলো করে আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে শেখান। কেউ যদি ইংরেজি ভালো না বোঝে তাও তার ইংরেজি সাইট থেকে শেখা হয়ে যায়। এ বিষয়টা আমার খুব ভালো লাগছে। আমি জাভাস্ক্রিপ্ট এ-র অনেক কিছু উনার কাছে থেকে শিখেছি। তাই উনার চ্যানেলটা আপনারা ফলো করুন। উনার ইউটিউব প্লেলিস্ট এ-র কয়েকটা টিউটোরিয়াল এ-র নাম নিচে দেওয়া হলোঃ
- Nodejs
- React
- Typescripts
- Javascript
- CSS ইত্যাদি আরও অনেক!
- Youtube Channel Link: https://youtube.com/@LearnwithSumit
Bablu Programmer
প্রোগ্রামিং শেখানোর জগতে আরেকজন বিক্ষাত ব্যক্তি নাম হাবলু প্রোগ্রামার প্রোগ্রামিং ভালো ভাবে বুঝতে হলে উনার ইউটুব চ্যানেল ফলো করুন। উনি প্রোগ্রামিং অনেক ভালো সেখান যা আপনাকে প্রোগ্রামিং শেখায় ভবিষ্যতে অনেক ভালো কিছু দেবে। উনার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট এ জনপ্রিয় ল্যাংগুয়েজ এ-র নাম নিচে দেওয়া হলোঃ
- javascript
- Typescript
- CSS
- HTML 5 ইত্যাদি আরও অনেক কিছু।
- YouTube channel Link: https://youtube.com/@HabluProgrammer
উপরের এই তিনজন ব্যক্তির ইউটিউব ফলো করুন। প্রোগ্রামিং শিখা সহজ মনে হবে। আর বেশি বেশি প্রাক্টিস করুন। কারণ প্রাক্টিসই সব!