ফেসবুক অটো লাইকার
আজকে আমি ফেসবুক অটো লাইকার নিয়ে কথা বলব। ফেসবুক অটো লাইক নেওয়া যায়। এবং কিভাবে ফ্রিতে আনলিমিটেড ফেসবুক লাইক নিবে সেই পদ্ধতি বলব। ফেসবুক অটো লাইক নেওয়ার অনেক অ্যান্ড্রয়েড অ্যাপ আছে কিন্তু বেশিরভাগ পেইড অ্যাপ বা কাজ হয়না।আমি নিজেও অনেক অ্যাপ খোঁজা খুজি করছি কিন্তু প্রায় ১০ -২০ টা অ্যাপের মধ্যে মাত্র 2টা মোটামুটি ভালো এবং ফ্রি অ্যাপ পাইছি। একটা ফেসবুক অটো ফলোয়ার আরেকটা ফেসবুক আটো লাইকার ।
বর্তমান অনেক ভালো একটা ফেসবুক অটো লাইকার অ্যাপ আছে। যেটা দিয়ে আপনি এক ক্লিক এ প্রায় ২০ থেকে ৫০ টা পর্যন্ত লাইক নিতে পারবেন। যেসকল রিয়েক্ট গুলো নিতে পারবে তা হলোঃ
- লাইক (👍)
- হা'হা (😃)
- angry (😡)
- লাভ (❤️)
- কেয়ার (😍)
উপরে সকল রিয়েক্টগুলোই নিতে পারবেন। চলুন এবার বলি কিভাবে ফেসবুক অটো লাইক নিবেন।
ফেসবুক অটো লাইক নিতে হলে আপনাকে নিচের ধাপগুলো অনুযায়ী কাজ করতে হবে তাহলে আপনি ফেসবুক অটো লাইক নিতে পারবেন।
- প্রথমে yolikers.com এই লিংকে যান। তারপর Download APP (v3.8) লিখাতে ক্লিক করুন। তার পর Download APK (Direct) এ ক্লিক করুন। তার পর Ok করেলে ডাউনলোড শুরু হয়ে যাবে।
- তারপর app টা ইন্সটাল করুন। এবং অপেন করুন। ওপেন করার পর Login With Facebook এ ক্লিক করুন।
- তার পর ফেসবুক লগিন আসবে। যেকোনো একটা ফেসবুক আইডি লগিন করুন। পরামর্শ: ফেক আইডি বা অপ্রয়োজনীয় আইডি লগিন করাই ভালো! লগিন করা হয়ে গেলে নিচের মতো আসবে।
- তারপর আপনি যে পোস্টে লাইক বা রিয়েক্ট নিতে চান সেই পোস্টের লিংক কপি করে নিন।
- লিংক কপি করে yolikers অ্যাপে চলে যান। তারপর Enter Link লিখা আছে ওখানে লিংক পেস্ট করে দিন।